নিউইয়র্ক যেন এখন একটি ক্রাইম সিটির নাম। যত দিন যাচ্ছে ততই অপরাধের মাত্রা বাড়ছে এই সিটিতে। রাজ্যের পুলিশ বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২০২১ সালে ১ হাজার ৫৬২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যা গত ১৫ বছরের মধ্যে সবোচ্চ বন্দুক হামলার ঘটনা।
গত বছরে নিউইয়র্কে অপরাধের হার বেড়েছে ৩৮ শতাংশ। নতুন বছরে অপরাধের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিটি মেয়র এরিক এডামস। সেই প্রতিশ্রুতি রক্ষা তো দূরের কথা, এ সময় আরও বেড়ে গেছে অপরাধ।
নিউইয়র্কে গত জানুয়ারি মাসেই ৯৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন।
দিনকয়েক আগে তরুণ পুলিশ কর্মকর্তা জেসন রিভেরা এবং মৌরা নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, সিটি মেয়র এরিক এডামসসহ রাজ্যের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।