
করোনায় আক্রান্ত হয়েছেন এবং ভাইরাসটির উচ্চ ঝুঁকিতে আছেন; এমন রোগীদের বিনামূল্যে অ্যান্টিপিরাভিল নামের করোনা প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধ দিচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, রোগীদের বাড়িতে বাড়িতে করোনার এই ওষুধ পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। ব্রঙ্কসে এক সংবাদ সম্মেলনে মেয়র বলেছেন, করোনা আক্রান্ত কেউ যেন শহরে চলাচল না করে আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমরা চাই, লোকজন এই সুবিধা গ্রহণ করুক।
নিউইয়র্ক সিটি হলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত ফাইজারের প্যাক্সোলোভিড এবং মের্কের অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভির এখন থেকে সীমিত পরিসরে সরবরাহ করা হবে।
এজন্য স্থানীয় কোম্পানি অলটো ফার্মেসির সঙ্গে একটি চুক্তি করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।