
ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে নতুন করে নিউইয়র্ক সিটিতে করোনা সংক্রমণের যে তাণ্ডব শুরু হয়েছিল, সেটা কমতে শুরু করেছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র এরিক এডামস।
এক টুইট বার্তায় তিনি বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা শক্তিশালী অবস্থানে আছি। ভাইরাসটির বিরুদ্ধে শিগগিরই আমরা জয়ী হতে চলেছি। তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটিতে করোনা সংক্রমণ শতকরা ৮০ ভাগ হ্রাস পেয়েছে।
গোটা যুক্তরাষ্ট্রে যেখানে করোনার সম্পূর্ণ টিকা নিয়েছে শতকরা ৬৪ ভাগ মানুষ, সেখানে নিউইয়র্ক সিটিতে পূর্ণ টিকা নিয়েছেন শতকরা ৭৫ ভাগ মানুষ। অর্থাৎ নিউইয়র্ক সিটি করপোরেশনে প্রতি ৪ জনের ১ জন টিকা নিয়েছেন।
এদিকে, নিউইয়র্ক স্টেট গভর্ণর ক্যাথি হোকুল বলেছেন, রাজ্যজুড়ে ৩ সপ্তাহের ব্যবধানে করোনার সংক্রমণ কমেছে শতকরা ৯০ভাগ। সমগ্র নিউইয়র্ক স্টেটে করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন শতকরা ৭৪ ভাগ মানুষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।