Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কের রেস্তোরাঁয় বসে খেলেন করোনা আক্রান্ত সারাহ পলিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২২

নিউইয়র্কের রেস্তোরাঁয় বসে খেলেন করোনা আক্রান্ত সারাহ পলিন

করোনা আক্রান্ত হয়েও নিউইয়র্কের রেস্তোরাঁয় বসে রাতের খাবার খেয়েছেন যুক্তরাষ্ট্রের আলোচিত রাজনীতিক সারাহ পলিন। আলাস্কার সাবেক এই গভর্নর এক সময় রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্টও ছিলেন। 

অথচ এমন একজন হাই প্রোফাইল রাজনীতিবিদকে টিকা না নিয়ে করোনা আক্রান্ত অবস্থায় রেস্টুরেন্টে খেতে দেখা গেল। 

এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি নিউইয়র্কের ইলিওজ রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায় তাকে। করোনাবিধি অনুযায়ী, শুধু টিকাগ্রহীতাদের জন্যই ইনডোর ডাইনিংয়ে খাবারের অনুমতি রয়েছে। 

তাছাড়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা তথা সিডিসির গাইডলাইনে সংক্রমণের বিস্তার রোধে করোনায় আক্রান্ত ব্যক্তিদের কমপক্ষে পাঁচ দিনের আইসোলেশনের কথা বলা হয়েছে। সারাহ পলিন সেই নিয়মও লঙ্ঘন করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ