
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসে কনসাল জেনারেল হিসাবে যোগদান করেছেন মনিরুল ইসলাম। গত ২০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত ছিলেন তিনি।
নিউইয়র্কে এসে মনিরুল ইসলাম সাবেক কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার স্থলাভিষিক্ত হলেন। সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রদূত হিসাবে পদোন্নতি পেয়ে গত বছর ব্রাজিলে যোগদান করেছেন।
মনিরুল ইসলাম নিউইয়র্ক কনসুলেট অফিসে বাংলাদেশ সরকারের ষোলতম কনসাল জেনারেল। দায়িত্ব গ্রহণের পর এক ভিডিও বার্তায় কনসাল জেনারেল মনিরুল ইসলাম কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা কামনা করেছেন।
মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে সহকারী সচিব হিসাবে যোগদান করেন। ইতোমধ্যে দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসেও দায়িত্ব পালন করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।