Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাড়তে পারে নিউইয়র্কের সাপ্তাহিক বেকার ভাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ২৮ জানুয়ারি ২০২২

বাড়তে পারে নিউইয়র্কের সাপ্তাহিক বেকার ভাতা

নিউইয়র্কে কর্মহীনদের জন্য বেকার ভাতার পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের প্রদেয় কর প্রদানে বিরতি গ্রহণ করার সুযোগ পেতে পারে। লং আইল্যান্ড থেকে নির্বাচিত ডেমোক্র্যাট রাজ্য সিনেটর আনা ক্যাপলান এ সংক্রান্ত বিলটি রাজ্য সিনেটে উপস্থাপন করেন। 

গত ২৪ জানুয়ারি বিলটি সর্বসম্মতভাবে সিনেটে পাশ হয়েছে। রাজ্য আইনসভায় উপস্থাপনের পর আইনটি পাশ হওয়ার সম্ভাবনাই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। এটি পাস হলে নিউইয়র্কের চাকরিচ্যুত কর্মজীবীদের সাপ্তাহিক বেকার ভাতার পরিমাণ বাড়বে। 

নিউইয়র্ক আনএমপ্লয়মেন্ট ট্রাস্ট তহবিলে ঘাটতি থাকার কারণে কর্মহীনদের জন্য সাপ্তাহিক সর্বোচ্চ ভাতা বাড়ার কথা থাকলেও নিউইয়র্কে তা বাড়ানো হয়নি। 

রাজ্য সিনেটর ক্যাপলানের প্রস্তাবিত আইনটি পাশ হলে ব্যবসায়ীরা বিমা খাতে কর পরিশোধের জন্য দুই বছরের বিরতি পাবেন। চলমান মহামারির এ সময়ে টিকে থাকার লড়াই করা নিউইয়র্কের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এ আইনে কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচতে পারবে বলে মনে করা হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ