
নিউইয়র্কসহ আশপাশের এলাকা মৌসুমি ঝড়ের কবলে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। নরইস্টার নামের মৌসুমি ঝড় ও তুষারপাত মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। কোনো কোনো এলাকা এক ফুটের বেশি বরফের নিচে চাপা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
সাথে থাকবে প্রচণ্ড ঠাণ্ডা ও দমকা বাতাস। একুয়া ওয়েদারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল থেকে তুষার ঝড়টি নিউইয়র্ক এলাকার দিকে হামলা করবে। চলবে শনিবার দিনভর।
নিউইয়র্ক নগর ছাড়াও লং আইল্যান্ডের পূর্বাঞ্চল তুষার ঝড়ের মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে। এরমধ্যেই নিউইয়র্কের তাপমাত্রা হিমাংকের নিচে অবস্থান করছে।
শুক্রবার বিকেল থেকে হালকা তুষারপাত শুরু হবে, সাথে ৪০ থেকে ৬০ মাইল বেগে বয়ে যাওয়া দমকা বাতাস পরিস্থিতিকে নাজুক করতে পারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ছাড়াও জন ও যান চলাচল মারাত্মক ব্যাহত হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।