
সড়ক দুর্ঘটনা রোধ করতে এবং রাস্তাগুলোকে আরও নিরাপদ করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস। সম্প্রতি ব্রুকলিনে স্কুল বাসের ধাক্কায় এক কিশোরী আহত হওয়ার প্রেক্ষিতে এই প্রতিশ্রুতি দেন তিনি।
এরিক অ্যাডামস সাবেক মেয়র বিল ডি ব্লাজিওর ‘ভিশন জিরো’ উদ্যোগের কথা মনে করিয়ে দেন। যার মধ্যে সহস্রাধিক চৌরাস্তায় নিরাপত্তার উন্নতি, উন্নত ট্রাফিক সিগন্যাল, শতাধিক ক্রসওয়াক এবং পথচারীদের জন্য বর্ধিত স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
ইন্ডসর টেরেসের পুরানো প্যারেড গ্রাউন্ডের কাছে ক্যাটন এবং কোনি আইল্যান্ড এভিনিউতে আয়োজিত এক সম্মেলনে এরিক এডামস বলেন, ‘আমরা আমাদের চৌরাস্তাগুলোকে নিরাপদ করার জন্য বড় পদক্ষেপের ঘোষণা করছি।
পথচারীদের জন্য জায়গা পুনরুদ্ধার করা হবে। একইসাথে আমরা ট্রাফিক সিগন্যাল উন্নত করতে যাচ্ছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।