
নিউইয়র্ক সিটিতে বহুল আকাঙ্ক্ষিত ‘ডেলিভারি ওয়ার্কার্স রাইট বিল’ কার্যকর করা হয়েছে। ৩ মাস আগে বিলটি পাস হলেও গত ২৪ জানুয়ারি এটি কার্যকর করা হয়। এতে ডেলিভারি ওয়ার্কার্সদের বিভিন্ন দাবি ও অধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠিত করা হয়েছে।
সিটিতে বর্তমানে ৬৫ হাজার ডেলিভারি ম্যান অ্যাপসের মাধ্যমে কাজ করে থাকে। এতদিন এই অ্যাপসগুলোকে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা ছিল না। তাতে করে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হতে ডেলিভারিম্যানরা।
এবার এই বিলের মাধ্যমে অ্যাপসগুলোকে কন্ট্রোলের ব্যবস্থা করা হয়েছে। বিলের মাধ্যমে ডেলিভারিম্যানরা প্রতিদিনই তাদের বেতন এবং টিপসের ব্যাপারে জানতে পারবেন।
আইনে আরও উল্লেখ রয়েছে, ডেলিভারিম্যানদেরকে সসম্মানে গেস্ট রুম ব্যবহার করতে দিতে হবে, যেটা আগে ছিল না।
এই বিলের কারণে চাইলে ডেলিভারিম্যানরা কোনো অর্ডার ডিনাই করতে পারবেন, যা আগে সম্ভব ছিল না। নিউইয়র্ক সিটিতে প্রচুর বাঙালি ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। এই বিল কার্যকরের মধ্য দিয়ে তারাও উপকৃত হবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।