Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ভাড়াটেদের উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৩ জানুয়ারি ২০২২

নিউইয়র্কে ভাড়াটেদের উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ

নিউইয়র্কে বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে। গত ১৫ জানুয়ারি এই সময়সীমা শেষ হওয়ার পর রাজ্যের কয়েক লাখ লোকজন গৃহহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন। 

এ অবস্থায় চলমান মহামারির এই সময়ে ভাড়াটেদের জন্য ন্যায্য আইন প্রণয়ন করে সম্ভাব্য বিতাড়নের ঝুঁকি থেকে মুক্ত করতে বিক্ষোভ করা হয়েছে। সম্প্রতি শত শত বিক্ষোভকারী গভর্নরের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। 

সমাবেশে স্থানীয় আইন প্রণেতা এবং নাগরিক অধিকারের সংগঠকরাও যোগ দিয়েছেন। সমাবেশে বক্তারা বলেছন, উপযুক্ত কারণ ছাড়া লোকজনকে তাঁদের আবাসস্থল থকে বিতাড়ন করা বন্ধ করতে হবে। 

প্রসঙ্গত, করোনার সংকটময় পরিস্থিতিতে রাজ্য গভর্নরের পক্ষ থেকে প্রথমে ছয় মাসের জন্য ভাড়া না দেয়ার কারণে বা গৃহ ঋণ পরিশোধ না করার কারণে বাড়ি থেকে উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 

পরে এই নিষেধাজ্ঞা বার বার বাড়িয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। সময়সীমা শেষ হওয়ায় এখন ঝুঁকিতে রয়েছেন ভাড়াটিয়ারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ