Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিটিতে আবারও বাড়ছে হেইট ক্রাইম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২২ জানুয়ারি ২০২২

নিউইয়র্ক সিটিতে আবারও বাড়ছে হেইট ক্রাইম

নতুন মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব নেয়ার পর নিউইয়র্ক সিটিতে আবারও বেড়েছে হেইট ক্রাইম। বিশেষ করে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে এশিয়ানরা হামলার শিকারে পরিণত হচ্ছেন। স্টেট সিনেটর জন ল্যু এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিটি প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

২০২২ সালের প্রথম ১৮ দিনে সিটিতে পাঁচটি বড় ধরণের হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার শিকার হয়েছেন এশিয়ানরা। কেন এমন হামলা হচ্ছে, সে ব্যাপারে পুলিশ সুনির্দিষ্ট করে কিছুই বলছে না। 

চলতি সপ্তাহে বিরতিহীনভাবে তিনটি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে সিটিতে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটনা ঘটেছে ম্যানহাটনের টাইমস স্কয়ারে। সেখানে একজন নারীকে ধাক্কা মেরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হয়। 

এদিকে, জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউর সংযোগস্থলে মধ্যরাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশি রফিকুল ইসলাম। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ