
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করা একমাত্র কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। এবার তিনি কাউন্সিলের ইমিগ্রেশন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ২০ জানুয়ারি তাকে এই পদে নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়।
ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে সবশেষ নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিল মেম্বার নির্বাচিত হন শাহানা। নতুন দায়িত্বে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্টেট সরকারের ইমিগ্রেশন বিষয়ে যে কোনো নীতি দেখভালের জন্য কাউন্সিলের কমিটিতে সভাপতিত্ব করবেন।
অভিবাসী বিষয়ে কাউন্সিলের এই কমিটিতে শাহানা হানিফের নির্বাচিত হওয়া শুধু যে মর্যাদার বিষয় তা নয়, গুরুত্বপূর্ণও বটে।
অভিবাসী বাবা-মায়ের সন্তান শাহানার জন্ম ব্রæকলিনে। তিনি প্রথম বাংলাদেশি নারী, যিনি আমেরিকার কোন শহরে আইনপ্রণেতা কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।