
ব্রঙ্কসের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউইয়র্ক সিটি করপোরেশন। মেয়র এরিক এডামস কথা দিয়েছিলেন, ভবিষ্যতে এমন ট্রাজেডি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার ভাড়াটিয়াদের প্রতি সিটির বাড়িওয়ালাদের দায়বদ্ধতা এবং ভবনের নিরাপত্তা বাড়াতে হিট সেন্সর আইন করতে যাচ্ছে নিউইয়র্ক সিটি।
এ নিয়ে সম্প্রতি মেয়র এরিক এডামস, সিনেটর ক্রিস্টিন মিলিব্র্যান্ড, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন এবং ফায়ার সেফটি টাস্কফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হয়েছেন।
সেখানে প্রস্তাবিত আইনটি নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, এই আইন অনুযায়ী, প্রতিটি বাড়িতে হিট সেন্সর স্থাপন করতে হবে, যাতে কর্তৃপক্ষ চাইলেই যে কোনো সময় ওই ভবনের তাপমাত্রা অবস্থা জানতে পারে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।