Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এনওয়াইপিডি নিয়োগ দিচ্ছে অক্সিলারি পুলিশ অফিসার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১৬ জানুয়ারি ২০২২

এনওয়াইপিডি নিয়োগ দিচ্ছে অক্সিলারি পুলিশ অফিসার

কুইন্সের লং আইল্যান্ড সিটি, সানিসাইড ও উডসাইডের ১০৮ পুলিশ প্রিসিংক্ট অক্সিলারি পুলিশ অফিসার পদে নিয়োগ দিচ্ছে। দুটি ব্যাচে এই নিয়োগ দেয়া হবে। প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে মার্চে। দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী সেপ্টেম্বরে। 

এ ব্যাচের জন্য আগ্রহীরা আগস্ট মাস নাগাদ আবেদন করতে পারবেন। আবেদনকারির বয়স ন্যুনতম ১৭ বছর হতে হবে। অক্সিলারি পুলিশ অফিসার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সেলফ ডিফেন্স ট্যাকটিস, সিপিআর ও ফার্স্ট এইড, পেট্রোল টেকনিক ও নিউইয়র্ক স্টেট পেনাল আইনের ওপর প্রশিক্ষণ পাবেন। 

অক্সিলারি অফিসাররা নিয়মিত অফিসারদের মতোই ইউনিফরম পান। তবে তারা অস্ত্র ব্যবহার ও কাউকে গ্রেফতার করার ক্ষমতা পান না। 

তবে কাউকে অ্যারেস্ট করার প্রয়োজন হলে নিয়মিত পুলিশদের কল করেন। তারা নিয়মিত পুলিশের সাথে কাঁধ মিলিয়ে প্যারেড, ফেস্টিবল ও স্ট্রিট ফেয়ারের মতো বিভিন্ন ইভেন্টসে কাজ করে থাকেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ