Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টিকাদান শুরুর পর নিউইয়র্কে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ১৫ জানুয়ারি ২০২২

টিকাদান শুরুর পর নিউইয়র্কে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গতকাল ১৩ জানুয়ারি নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জন মৃত্যুবরণ করেছেন। গত বছরের জানুয়ারিতে গণহারে টিকাদান শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। তবে বৃহস্পতিবার আগের দিনের চেয়ে হাসপাতালে ভর্তি রোগী কমেছে প্রায় ২০০ জন। 

বর্তমানে ভর্তি আছেন ১২ হাজার ৪৫২ জন। তবে আইসিইউতে বেড়েছে রোগীর সংখ্যা। গত বুধবার ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৫৬ হাজার জনের। 

এর মধ্যে ৬০ হাজার ৩০০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমণ নিউইয়র্ক সিটিতে। 

তালিকায় পরের স্থানেই আছে লং আইল্যান্ড। সিটিতে সংক্রমণের বাড়বাড়ন্ত অবস্থার কারণে স্কুলের ক্লাস আবারও অনলাইনে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মেয়র এরিক এডামস।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ