Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আইনে পরিণত হলো ননসিটিজেনদের ভোটাধিকার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৪ জানুয়ারি ২০২২

আইনে পরিণত হলো ননসিটিজেনদের ভোটাধিকার 

২০২৩ সাল থেকে নিউইয়র্ক সিটিতে বসবাসকারী গ্রীনকার্ডধারী অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কিন্তু নাগরিক নন, এমন মানুষ সিটির নির্বাচনগুলোতে ভোট দিতে পারবেন। গত ৯ ডিসেম্বরে সিটি কাউন্সিল এ সংক্রান্ত একটি বিল পাস করেছিল। 

এবার সেই বিলটি আইনে পরিণত হয়েছে। ননসিটিজেনদের এই আইনের আওতায় আনার ফলে যারা এর সুযোগ লাভ করবেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের গ্রীনকার্ডধারী ব্যক্তিরা ছাড়াও ডেফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভ্যাল নামে খ্যাত যুক্তরাষ্ট্রে বসবাসকারী তরুণরাও রয়েছেন।

এখন আনুমানিক ৮ লাখ ৮ হাজার নিউইয়র্কবাসী এই আইনের আওতায় আগামী ২০২৩ সালের ৯ জানুয়ারি থেকে সিটির নির্বাচনগুলোতে ভোট দেওয়ার সুযোগ লাভ করবেন। 

তারা সিটিজুড়ে মেয়র, পাবলিক এডভোকেট, সিটি কাউন্সিল মেম্বার ও বরো প্রেসিডেন্টের মতো পদগুলোর প্রাইমারি ও সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে স্টেট বা ফেডারেল পর্যায়ের নির্বাচনে তাদের ভোটাধিকার থাকবে না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ