Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রঙ্কসের অগ্নিকাণ্ডের হতাহতের জন্য দায়ী সয়ংক্রিয় দরজা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১২ জানুয়ারি ২০২২

ব্রঙ্কসের অগ্নিকাণ্ডের হতাহতের জন্য দায়ী সয়ংক্রিয় দরজা 

ব্রঙ্কসের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বাড়ার পেছনে একটি সয়ংক্রিয় দরজাকে দায়ী করা হচ্ছে। আগুন লাগার পর ওই দরজাটি সয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার কথা থাকলেও সময়মতো সেটি বন্ধ হয়নি। 

এর ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়া সেই ধোঁয়ার কারণে অনেকেই দম বন্ধ হয়ে মারা যান। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিকে, মেয়র এরিক এডামস জানিয়েছেন, ভবিষ্যতে এসব দুর্ঘটনা এড়াতে নগরবাসীকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

অগ্নিকাণ্ডের পর গণমাধ্যমে মৃতের সংখ্যা ১৯ বলা হয়েছিল, তবে মেয়র জানিয়েছেন, এই সংখ্যা ১৭ জন। তবে আহতদের অনেকের অবস্থা এখনো গুরুতর। তাই প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ