Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নন সিটিজেনদের ভোটাধিকার, নিউইয়র্কর সিটির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ১১ জানুয়ারি ২০২২

আপডেট: ২৩:৫০, ১১ জানুয়ারি ২০২২

নন সিটিজেনদের ভোটাধিকার, নিউইয়র্কর সিটির বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন লোকদেরকে ভোটাধিকার দিয়েছিল নিউইয়র্ক সিটি কাউন্সিল। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে নিউইয়র্ক সিটি রিপাবলিকান পার্টি। রাজ্যের রিপাবলিকান পার্টির চেয়ারম্যান এমন ভোটাধিকারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মামলায় বিবাদী করা হয়েছে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস, নিউইয়র্ক সিটি কাউন্সিল ও নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনকে। মামলায় বলা হয়েছে, নাগরিকদের পাশাপাশি অন্যদেরকে এভাবে ভোটাধিকার দেওয়া সংবিধানের পরিপন্থী। এই সিদ্ধান্ত আমেরিকার বিরুদ্ধে। 

রাজ্যের রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বলেছেন, আমেরিকান নির্বাচনগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আমেরিকান নাগরিকদেরই থাকা উচিত। ডেমোক্রেটরা যখনই ব্যালটের মৌলিক নিরাপত্তাকে আক্রমণ করার চেষ্টা করবে, তখনই আদালতের আশ্রয় নিয়ে তা প্রতিহত করা হবে। 

তিনি আরও অভিযোগ করেছেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে এরিক এডামস রেডিক্যালদের দখলে চলে গেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ