
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ শিশুসহ ১৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৬৬ জন। গতকাল ৯ জানুয়ারী সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ব্রঙ্কসের ৩৩৩ ইস্ট ১৮১ স্ট্রীটের একটি ১৯তলা অ্যাপার্টমেন্ট ভবনের তৃতীয় তলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর ভবনটির সিড়িতে হতাহতদের দেহ পাওয়া যায়।
প্রশাসন থেকে বলা হচ্ছে, সিটির ইতিহাসে এটি অন্যতম অগ্নিকান্ডের ঘটনা। প্রায় ২০০ ফায়ার ফাইটার অগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন। প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে ১৯৯০ সালে ব্রঙ্কসে সংঘটিত এক অগ্নিকান্ডে ৮৭ জনের প্রাণহাণি ঘটেছিলো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।