
ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপে নিউইয়র্কে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। কিন্তু সিটি প্রশাসন কোনোভাবেই স্কুল বন্ধ করার পক্ষে নন।
মেয়র এরিক এডামস স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, সংক্রমণ যে মাত্রারই হোক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। এ অবস্থায় শিক্ষার্থীদের অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
বেশির ভাগ অভিভাবক চাইছেন, ভাইরাসের বিস্তার রোধ না হওয়া পর্যন্ত তাদের সন্তানরা রিমোট পদ্ধতিতেই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুক। কেউ কেউ ইতোমধ্যেই সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।