
ব্রুকলিন থেকে জ্যাকসন হাইটসে সরাসরি ট্রেন লাইন চালু হচ্ছে। গত ৫ জানুয়ারি ব্রুকলিনের বেরিজ থেকে সরাসরি কুইন্সের জ্যাকসন হাইটস পর্যন্ত ১৪ মাইল দীর্ঘ এই ট্রেন লাইন চালুর ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোচুল।
এ জন্য তিনি পরিবেশ, অর্থনৈতিক ও রুট নির্ধারণে মেট্রোপলিটন ট্রানজিট অথরিটিকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেছেন। এ রুট চালু হলে ব্রুকলিন ও কুইন্সের হাজার হাজার বাসিন্দাকে ম্যানহাটান পাড়ি দিয়ে এক বরো থেকে অন্য বরোতে যেতে হবে না।
প্রতিদিন কুইন্স থেকে হাজার হাজার ছাত্রছাত্রীকে ব্রুকলিন টেক, ব্রুকলিন কলেজ, সিটি টেক ও এনওয়াইইউ ব্রুকলিন ক্যাম্পাসে যেতে হয়। এতে তাদের ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয়। ম্যানহাটান হয়ে যেতে লাগে প্রায় দেড় থেকে ২ ঘন্টা।
অন্যদিকে ব্রুকলিন থেকে কুইন্সে আসতেও হয়রানির শেষ নেই। দীর্ঘদিন ধরেই ইন্টার বরো রেললাইন সংযোগের এই দাবি ছিল বাসিন্দাদের। এবার সেটা সত্যি হতে চলেছে। এই ট্রেন লাইনের সাথে যুক্ত থাকবে মালামাল বহনের গাড়িও।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।