Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দোষী সাব্যস্ত হলেন চীনা নাগরিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ৭ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দোষী সাব্যস্ত হলেন চীনা নাগরিক

কৃষি বিষয়ক কোম্পানি মোনসান্টোর বাণিজ্য বিষয়ক গোপন নথি চুরিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা নাগরিক। বৃহস্পতিবার মিসৌরির ফেডারেল আদালতে তিনি জানিয়েছেন, চীন সরকারকে সুবিধা দিতে এসব নথি চুরির ষড়যন্ত্র করেন তিনি। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

মোনসান্টো এবং এই সংশ্লিষ্ট কোম্পানিতে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন জিয়াং হাইতাও। অর্থনৈতিক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত এই চীনা নাগরিকের দণ্ড আগামী ৭ এপ্রিল ঘোষণা করা হবে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।

 

২০১৭ সালের জুন মাসে চীন যাওয়ার বিমানের অপেক্ষায় থাকার সময় জিয়াং হাইতাওয়ের কাছে মানসান্টোর বাণিজ্য সম্পর্কে গোপনীয় নথি পায় মার্কিন কর্মকর্তারা।

 

ওই সময় তাকে চীনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে তিনি চীনের মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। পরে যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

সংবাদটি শেয়ার করুনঃ