
করোনার নতুন ঢেউয়ে টালমাটাল বিশ্ব। স্বাভাবিকভাবেই নিউইয়র্কে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বিশেষ উদ্বেগজনক ব্যাপার হলো, মহামারিটি থাবা বসিয়েছে সিটির স্কুলগুলোতে। স্কুল খোলার একদিনের মাথায় শিক্ষার্থী-শিক্ষক মিলিয়ে ১৪ হাজার স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শীতকালীন ছুটি শেষে পাঠদান শুরু হয় গত ৩ জানুয়ারি। এরপর স্কুলগুলোর প্রিন্সিপালরা এক বিবৃতিতে জানান, গত ১২ দিনে ১৩ হাজার ৯৬৩ জন স্টাফের রিপোর্ট পজিটিভ এসেছে।
এর মধ্যে সবশেষ দুইদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার। স্কুলে সংক্রমণ বেড়ে যাওয়ার খবরে ক্লাসে উপস্থিতির সংখ্যা কমে গেছে।
অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং সন্তানকে ক্লাসে পাঠাতে ভয় পাচ্ছেন। এতে আবারও জোরালো হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি। তবে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।