
আবারও বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আঘাত হেনেছে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্রের অবস্থাও টালমাটাল। অথচ এই ভাইরাসকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে নানা সময় বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভাইরাসটিকে ‘চাইনিজ রোগ’ বলে হেয়ালিপনাও করতে দেখা গেছে তাকে। সেই প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক এডামস।
তিনি বলেছেন, করোনা নিয়ে ট্রাম্পের বিতর্কিত ও জঘন্য মন্তব্যের জন্য বর্তমান প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার বার্তা আসা উচিত।
এ ব্যাপারে হোয়াইট হাউসে চিঠি লিখবেন বলেও জানা এরিক এডামস। অবশ্য নিউইয়র্কের নতুন মেয়রের এমন বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।