করোনার সংক্রমণবিরোধী এন্টি ভাইরাল পিলের প্রথম সরবরাহ পর্যাপ্ত পরিমাণে নিউইয়র্কে পাঠানোর দাবি জানিয়েছেন সিনেটর চাক শুমার। গত ২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জানুয়ারি মাসের মধ্যেই সদ্য অনুমোদিত হওয়া ওষুধটি নিউইয়র্কে পৌঁছবে।
ম্যানহাটনে করা ওই সংবাদ সম্মেলনে সিনেটর শুমার আরও বলেন, নিউইয়র্কেই ওষুধটির সবচেয়ে বেশি প্রয়োজন। তাই ফেডারেল সরকার ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নিউইয়র্কের জন্য প্রথম সরবরাহ পাঠানোর আহ্বান জানাই।
তিনি জানান, উৎপাদিত এন্টি ভাইরাল পিলটি রাজ্য অনুযায়ী কীভাবে বিতরণ করা হবে, এ নিয়ে ফেডারেল সরকার এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শুমার বলেন, আমাদের সংক্রমণের হার সবচেয়ে বেশি।
নিউইয়র্কেই সবচেয়ে বেশি ঘনবসতি। সব বিবেচনাতেই এখানে ওষুধটির প্রথম সরবারাহ দ্রুততার সাথে পাওয়ার দাবি জানান তিনি।
গত ২২ ডিসেম্বর ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইজার কোম্পানির প্যাক্সলোভিড এবং এর একদিন পর মার্কস কোম্পানির মলনুপিরাভির নামে ভিন্ন ভিন্ন মাত্রার কার্যকর এন্টি ভাইরাল ওষুধ অনুমোদন করেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।