Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন বিল ডি ব্লাজিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৩, ২ জানুয়ারি ২০২২

কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন বিল ডি ব্লাজিও

নতুন বছরে নতুন মেয়র হিসেবে নিউইয়র্কবাসীর সেবা করার শপথ নিয়েছেন এরিক এডামস। অন্যদিকে, সেবা করার সুযোগ দানের জন্য নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। 

বিদায় বেলায় তিনি বলেছেন, আমার নেওয়া সকল উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে সিটির সাধারণ মানুষ। ৮ বছর দায়িত্ব পালন করা এই মেয়র সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নগরবাসী। 

কেউ বলছেন, ব্লাজিওকে মনে রাখার মতো কিছু নেই। আবার অনেকে বলছেন, মেয়র হিসেবে তিনি যথার্থ না করতে পারলেও চেষ্টার কোনো কমতি করেননি। তবে বব্লাজিও নিজে তার দায়িত্ব সম্পর্কে উচ্ছ্বসিত। তিনি বলছেন, এই নগর এখন বিশ্ববাসীর জন্য মডেল। 

বিদায় বেলায় কম মূল্যে আবাসন বাড়ানো, গৃহহীন মানুষের সংখ্যা কমানো এবং মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর কর্মসূচিগুলোকে উজ্জ্বলভাবে উপস্থাপন করেছেন বিল ডি ব্লাজিও। 

তবে ট্রাফিক নিয়ন্ত্রণ না করতে পারার মতো তার ব্যর্থতাগুলো নিয়ে খুব একটা মুখ খোলেননি তিনি। শুধু বলেছেন, আমার মিশন সম্পূর্ণ করতে পেরেছি, তেমনটা দাবি করছি না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ