
কুইন্সে কোকেন ও হিরোইন ব্যবসার বিশাল সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। ড্রাগের এমন নেটওয়ার্কের কথা শুনে নড়েচড়ে বসেছেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডারমট শিয়া। তাৎক্ষণিকভাবে তিনি ভয়াবহ এই নেটওয়ার্ক ধ্বংস করার জন্য আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেন।
সম্প্রতি কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি মিলিন্ডা কাটজ বিষয়টি নিয়ে ডারমট শিয়ার সাথে আলোচনায় বসেন। মিলিন্ডা তাকে জানান, কুইন্স কোর্ট ১১ জন মাদক ব্যবসায়ীকে দোষী সাবস্ত করেছে। তারা কুইন্সে কোকেন ও হিরোইন ব্যবসায় এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
এই নেটওয়ার্কের জাল ছড়িয়ে পড়েছে ব্রংকস ও ব্রকলিনে। এদের মাধ্যমে পাউডার কোকেন ও ক্র্যাক কোকেন পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্তদের একজন জ্যাকসন হাইটস এলাকায় দুইতলা বাড়ি ভাড়া নিয়ে অবৈধ মাদক বিক্রির হাব গড়ে তুলেছিল। এ সবের সাথে যুক্ত হয়েছে অবৈধ অস্ত্র। মাদক ও অস্ত্রের মিশ্রণে শান্তিপ্রিয় কমিউনিটির জীবন আজ ভীত সন্ত্রস্ত্র।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।