Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আল ফালাহর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নলকূপ স্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ২ জানুয়ারি ২০২২

আপডেট: ২৩:৪৫, ২ জানুয়ারি ২০২২

আল ফালাহর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নলকূপ স্থাপন

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল ফালাহ ফাউন্ডেশন বিশ্বব্যাপী অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতের কয়েকটি স্থানে অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংস্থাটি। 

একইসাথে বিশুদ্ধ খাবার পানির অভাব আছে, এমন কয়েকটি জায়গায় নলকূপ স্থাপন করে দিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন আল ফালাহ ফাউন্ডেশন নিউইয়র্কের ডিরেক্টর ইমাম জাফির আলি। 

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, গত কয়েকবারের ধারাবাহিকতায় এবারও আমরা ভারতে মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। এতে সামাজিকভাবে পিছিয়ে পড়া বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছে। তবে আমাদের সামর্থ্য সীমিত হওয়ার কারণে চাইলেও যথার্থ সহায়তা করা সম্ভব হয় না। 

‘তাই সমাজের বিত্তবানদেরকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাই।’ 

এদিকে, শীতবস্ত্র ও নলক‚প পেয়ে ভীষণ খুশি সাহায্যপ্রার্থীরা। তারা আল ফালাহ ফাউন্ডেশন এর সঙ্গে জড়িত সকল স্তুরের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ