Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে জানুয়ারি থেকে ফোমের কাপ প্লেট ফুডবক্স নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১ জানুয়ারি ২০২২

নিউইয়র্কে জানুয়ারি থেকে ফোমের কাপ প্লেট ফুডবক্স নিষিদ্ধ

পলিস্টাইরিন ফোম পরিবেশের জন্য বিশাল ক্ষতিকর বস্তুসমূহের অন্যতম। এই পদার্থ প্লাস্টিকের মত ধ্বংস হয় না। 

নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব এনভার্নমেন্টাল কনজার্ভেশনের ওয়েবসাইটে গত প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে ফোমের তৈরি বিভিন্ন কাপ, প্লেট, ফুড বক্স বা ফুড কনটেইনার ব্যবহার নিষিদ্ধ হবে। 

ফলে কোনো রিটেইল বা হোলসেল ব্যবসা প্রতিষ্ঠান, স্টোর বা রেস্টুরেন্ট এইসব পণ্য বিক্রি করতে পারবে না। 

এছাড়া রেস্টুরেন্ট, ফুডকার্ট, গ্রোসারি, ডেলি, ক্যাফেটারিয়া, কফিশপ, হসপিটাল, এডাল্ট কেয়ার ফ্যাসিলিটিজ, নার্সিং হোম, এলিমেন্টারি ও সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই ফোমের কাপ প্লেট বা ফুড বক্স ব্যবহার করতে পারবে না। 

তবে কাঁচা মাংস, সি ফুড, পোল্ট্রি, মাছ খাওয়ার জন্য বিক্রি করার সময় ফোমের কনটেইনার ব্যবহার করা যাবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ