কিছুদিন পরেই নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেবেন এরিক এডামস। তার আগে বিভিন্ন কমিউনিটির সঙ্গে দিক-নির্দেশনামূলক আলোচনায় মিলিত হচ্ছেন তিনি।
তেমনই একটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৮ ডিসেম্বর। ‘রোড টু সিটি হল, ফেইথ অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয় ভার্চুয়াল মাধ্যমে।
এতে নিউইয়র্কের মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধসহ নানা ধর্মের প্রায় ২৩৪ জন ধর্মীয় নেতা অংশ নিয়েছেন।
ধর্মীয় নেতারা সবাই এরিক এডামসের সাফল্য কামনা করেন এবং তার সম্ভাব্য শাসন ব্যবস্থা নিয়ে নানা ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।