Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওয়ার্ল্ড ইয়োগা কমিউনিটির উদ্যোগে ‘স্প্রিচুয়াল ফেস্টিভাল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৩, ২৯ ডিসেম্বর ২০২১

ওয়ার্ল্ড ইয়োগা কমিউনিটির উদ্যোগে ‘স্প্রিচুয়াল ফেস্টিভাল’

ওয়ার্ল্ড ইয়োগা কমিউনিটির উদ্যোগে ৩৬তম বার্ষিক ইন্টারফেইথ প্রেয়ার সার্ভিস অ্যান্ড হলিডে সেলিব্রেশন তথা স্প্রিচুয়াল ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হয় ম্যানহাটনের লেংজিনটন এভিনিউতে অবস্থিত একটি রেস্টুরেন্টে। 

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ওয়ার্ল্ড ইয়োগা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও গ্লোবাল চেয়ারম্যান গুরু দিলিপজী মহারাজ। 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশন্স-এর সিভিল সোসাইটি ইউনিটের চিফ মিসেস হাওয়া টেইলর কামারা দিয়াল্লো, নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ৯০-এর এসেম্বলিম্যান ড. নাদের সায়েগ এবং ডিস্ট্রিক্ট ৩৮-এর এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী সুজাতা কৈরালা। অনুষ্ঠানজুড়ে ছিল- মেডিটেশন, আলোচনা, ভজন, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য ও অ্যাওয়ার্ড সিরিমনি। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রাব্বি স্টিওয়ার্ট প্যারিস, প্যাট্রিসিয়া এ ডেভিস, শ্রী রাজরাজেশ^র গুরুজি, ইমাম শামসি আলী, ন্যন্সি পাসকেল, শিবু নায়ের, ফ্র্যাঙ্ক কাফম্যান, ড. এসআর ভাট, গোপিনাথ পিল্লাই, রেমি আলেপ্পো, ড. শশীকুমার, কিরপাল সিং এবং মুহাম্মদ শহীদুল্লাহ। 

অ্যাওয়ার্ড সিরিমনি পর্বে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় পিস লাইট-এর পিটার এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল্লাহর হাতে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ