Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ওমিক্রনের প্রভাবে বন্ধ ১২টি অ্যাপল স্টোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৯ ডিসেম্বর ২০২১

নিউইয়র্কে ওমিক্রনের প্রভাবে বন্ধ ১২টি অ্যাপল স্টোর

নিউইয়র্কে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় অ্যাপল ইনকর্পোরেশন তাদের ১২টি স্টোর বন্ধ করে দিয়েছে। তবে গ্রাহকেরা অনলাইনের মাধ্যমে অ্যাপল এর পণ্য কিনতে পারবেন। গতকাল ২৭ ডিসেম্বর অ্যাপলের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

বন্ধ হওয়া স্টোরগুলোর মধ্যে রয়েছে ফিফথ অ্যাভিনিউ, গ্র্যান্ড সেন্ট্রাল এবং সো হো-এর আউটলেট। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আমরা করোনা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং আমাদের স্বাস্থ্য নীতিমালা ও সেবার ক্ষেত্রে সামঞ্জস্য সৃষ্টি করছি। 

এর আগে অ্যাপল তার সকল গ্রাহক ও কর্মীদের স্টোরের ভেতর মাস্ক ব্যবহার করতে নির্দেশনা জারি করেছিল। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এবার স্টোর বন্ধ রাখার ঘোষণা আসলো।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ