
নিউইয়র্ক সিটিতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডি একটি জরিপে দেখা গেছে, ২০২০ সালের তুলনায় চলতি ২০২১ সালে মুসলিমবিরোধী অপরাধের হার তিনগুণ বেশি।
জরিপে বলা হয়, গত ৫ ডিসেম্বর পর্যন্ত সিটিতে ৫০৩টি হেইট ক্রাইমের রিপোর্ট করা হয়েছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২৫২টি। এনওয়াইপিডির সূত্রমতে, এই সংখ্যার চালিকাশক্তি এশীয়বিদ্বেষী অপরাধ, ২০২০ সালের ২৮টি ঘটনা থেকে এই বছরে ১২৯-এ পৌঁছেছে।
মুসলিমবিরোধী অপরাধ গত বছরের ৪টি থেকে বেড়ে এই বছর ১৪ হয়েছে, যা আকারে তিনগুণ। এ বছর এসব ঘটনায় ২৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০৬ শতাংশ বেশি।
নিউইয়র্কের ইসলামিক লিডারশিপ কাউন্সিলের মজলিস আশ-শুরার নির্বাহী পরিচালক রাজা আব্দুল হক বলেন, এক বছরে নিউইয়র্ক সিটিসহ মসজিদে হামলা ৫০০ শতাংশ বেড়েছে। এ বছর আমরা ইসলামোফোবিক ঘৃণামূলক অপরাধ, বিশেষকরে মসজিদকে লক্ষ্য করে অপরাধের বৃদ্ধি দেখেছি।
মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং এর বিরুদ্ধেলড়াই চালিয়ে যাচ্ছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।