Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এরিক এডামসের ট্রানজিশন টিমে দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ১৯ ডিসেম্বর ২০২১

এরিক এডামসের ট্রানজিশন টিমে দুই বাংলাদেশি

নিউইয়র্ক সিটি মেয়র ইলেক্ট এরিক এডামসের দায়িত্ব গ্রহণের টিমে দুই বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইমিগ্রেশন বিষয়ক কমিটিতে রয়েছেন মোর্শেদ আলম এবং তথ্য-প্রযুক্তি কমিটিতে শাহরিয়ার রহমান। উভয়েই কুইন্সের বাসিন্দা। 

চাঁদপুরের সন্তান মোর্শেদ আলম মূলধারার রাজনীতিতে সক্রিয়। দুই দশকেরও অধিক সময় ধরে ডেমক্র্যাটিক পার্টির সংগঠক হিসেবে কাজ করছেন। তরুণ সমাজ-সংগঠক শাহরিয়ার আলমের ব্যাপক পরিচিত ঘটে করোনায় বন্দি অসহায় মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণের মধ্য দিয়ে। 

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মেয়র হিসেবে শপথ নেবেন এরিক এডামস। বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি হবেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। তার জন্য ৭০০ সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে ট্র্যাঞ্জিশন টিম। 

শিক্ষা, অভিবাসন, অর্থনীতি, শ্রমিক উন্নয়ন, জনস্বাস্থ্য, জননিরাপত্তা, বিচার বিভাগের সংস্কারকল্পে সংশ্লিষ্ট সেক্টরে অভিজ্ঞতাসম্পন্নরাই ঠাঁই পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এই টিমের মধ্য থেকেই সিটি প্রশাসনের বিভিন্ন দফতরের নেতৃত্ব পাবেন অভিজ্ঞরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ