
নিউইয়র্কের চাইনিজ কমিউনিটি বেজড সংগঠনগুলোর অন্যতম একটি ‘কমিটি অব এশিয়া’। গত ৫ ডিসেম্বর এই সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ফ্লাশিং এর গ্র্যান্ড রেস্টুরেন্টে জাকজমক ডিনারের আয়োজন করা হয়।
এতে চাইনিজ কমিউনিটির পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির অনেক লিডাররা অংশ নিয়েছেন। নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
অনুষ্ঠানের এক ফাঁকে উপস্থিত অতিথি-দর্শকদের সঙ্গে কমিটি অব এশিয়ার নতুন দায়িত্বপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।