
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সুপরিচিত আলোকচিত্রী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ ৪ ও আগামীকাল ৫ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে প্রিমাভেরা আর্ট গ্যালারিতে।
‘ট্রাভেলার অন টপ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বিশেষ এই প্রদর্শনী।
এটি উদ্বোধন করবেন সংগীতগুরু জনাব মুত্তালিব বিশ্বাস। উল্লেখ্য, ব্যাতিক্রমী একজন আলোকচিত্রী শিকদার মেজবাহউদ্দিন আহমেদ। ছবি তোলা যার পেশা নয় বরং গভীর অন্তদৃষ্টি দিয়ে প্রকৃতির সৌন্দর্য অবলোকনের নেশায় ক্যামেরা হাতে ছুটে বেড়ান দেশ থেকে দেশান্তর।
আলোকচিত্র শিল্পে অনন্য সাধারণ ভূমিকার জন্য তাকে বিশেষভাবে সন্মাননা জানাচ্ছে সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।