
প্রতি বছরের মতো নিউইয়র্কে আজ ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এ উপলক্ষে তারার হাঁট বসেছে নিউইয়র্কে। ঢালিউড ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী এতে অংশ নিচ্ছেন।
তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী, শাকিব খান, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, ববি, বাপ্পি চৌধুরী, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বিরসহ আরও অনেকে। আজকের অনুষ্ঠানের আগে গতকাল ৩ ডিসেম্বর এসব তারকার উদ্দেশ্যে রেড কার্পেট ও নৈশভোজের আয়োজন করা হয়।
নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষকরা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।