Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘের সামনে থেকে অস্ত্রধারী ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৪ ডিসেম্বর ২০২১

জাতিসংঘের সামনে থেকে অস্ত্রধারী ব্যক্তি আটক

প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের সামনে থেকে ৬০ বছর বয়সী এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। গতকাল ২ ডিসেম্বর বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর তাকে আটক করা হয়। 

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, অস্ত্রধারী ব্যক্তি তাদের হেফাজতে রয়েছেন, সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে বিশ্বের ওপর নেতিবাচক প্রভাবের জন্য দায়ী করে বিবৃতি দিচ্ছিলেন। 

তিনি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। সেগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে। নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, সদর দফতরের প্রবেশ পথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। 

এই ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওই পথে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ