Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

খালেদার মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ১ ডিসেম্বর ২০২১

খালেদার মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গতকাল ২৯ নভেম্বর সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এর আগে একই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে। সমাবেশে বিএনপির পাশাপাশি যুবদল, শ্রমিক দল, জাসাস, ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে ছিল ‘রিলিজ বেগম খালেদা জিয়া ফর ট্রিটমেন্ট এব্রড’ লেখা পোস্টার ও ব্যানার। 

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।

আরও উপস্থিত ছিলেন- নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলিম পাখীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ