Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ফেসবুক ব্যবহার করেন ৯৭ শতাংশ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৮, ২৩ অক্টোবর ২০২১

নিউইয়র্কে ফেসবুক ব্যবহার করেন ৯৭ শতাংশ বাংলাদেশি

দিন দিন সারা পৃথিবীতেই বাড়ছে ফেসবুকের ব্যবহার। পিছিয়ে নেই নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও। সম্প্রতি পরিচালিত সাপ্তাহিক নবযুগের এক জরিপে দেখা গেছে, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৯৭ ভাগই ফেসবুক ব্যবহার করছেন। 

গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ পরিচালিত হয়। এতে দেখা যায়, যাদের বয়স ১৫ থেকে ৩০ বছর তারা ফেসবুক ব্যবহার করেন পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, তথ্য সংগ্রহ ও বিনোদনের জন্য। 

যাদের বয়স ৩০ থেকে ৪৫ বছর, সেসব প্রবাসীরা ছবি আপলোড, পছন্দের কোনো ভিডিও দেখা কিংবা লাইক-কমেন্টেই বেশি সময় কাটান। পরিবারের সদস্যদের ছবি আপলোড করেন। 

বিশেষ করে শিশু সন্তানের ছবিই বেশি পোস্ট করে এই বয়সী ব্যক্তিরা। জরিপে বলা হয়েছে, যাদের বয়স ৪৫ বছরের ওপরে, তারা ফেসবুক ব্যবহার করলেও এই মাধ্যমটিতে নিয়মিত নন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ