Channel786 is a Community News Network

মাদারীপুরে ভালোবাসা ছড়ালেন নিউইয়র্কের প্রিসিলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ১২ অক্টোবর ২০২১

মাদারীপুরে ভালোবাসা ছড়ালেন নিউইয়র্কের প্রিসিলা

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ প্রিসিলা নাজনীন ফাতেমা। নিউইয়র্ক প্রবাসী এই তরুণী সচেতনতামূলক ভিডিও বানিয়ে বেশ আলোচনায় এসেছেন। নিজের ফেসবুক পেইজ থেকে টকশো পরিচালনা করেন তিনি। এছাড়া বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। 

এবার ভালোবাসা ছড়িয়ে দিলেন বাংলাদেশের মাদারীপুর জেলায়। সেখানে তার ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় টিউবওয়েল বসানোর কাজ শেষ হয়েছে সম্প্রতি। গত ১০ অক্টোবর প্রিসিলা নিজেই তার ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছেন। 

নিজের ফেসবুক পেজে টিউবওয়েল বসানোর কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এটি শুধু আমার একার নয়, এই পেইজের বত্রিশ লক্ষ পরিবারের কাজ। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বড় কাজ শুরু করার ইচ্ছা সবাইকে নিয়ে।’ 

উল্লেখ্য, প্রিসিলা নাজনীন পড়াশোনার পাশাপাশি অভিনয় ও মডেলিং বিষয়ে কোর্স করেছিলেন নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ