যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরী। মার্কিন বিচার বিভাগে তিনিই প্রথম কোনও বাংলাদেশি এবং দ্বিতীয় মুসলিম বিচারক হতে চলছেন। স্থানীয় সময় বুধবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শ্যুমার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনজনের নাম সুপারিশ পাঠান।
নুসরাতকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া জ্যাসিকা ক্লার্ককে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে মনোয়ন দিয়েছেন চাক শুমার। নিনা মরিসনকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট-এর।
তারা তিনজনই অসাধারণ প্রতিভাবান নারী এবং এই পদের জন্য যোগ্য বলে বিবৃতি দেন চাক শুমার।
৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক হিসেবে কর্মরত। এর আগে তিনি সংস্থাটির নিউইয়র্ক সিটি শাখার একই পদে কাজ করেন ১১ বছর।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।