যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন সেনার গুলিতে চারজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে ১১ বছর বয়সী এক শিশুও আহত হয়।
সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তিনি ৪০ বছর বয়সী এক ব্যক্তি, ৩৩ বছরের এক নারী ও তার সন্তানকে গুলি করে হত্যা করেন। বাড়ির পাশে ওই নারীর মাকেও একইভাবে হত্যা করেন হামলাকারী ব্রায়ান। বাড়ির পোষা কুকুরটিকেও গুলি করেন তিনি। পরে হামলাকারী ব্রায়ান রিলে (৩৩) পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পোলক কাউন্টির পুলিশ কর্মকর্তা রেডি জুড সংবাদ সম্মেলনে জানান, হতাহতদের সঙ্গে হামলাকারীর সম্পর্ক ছিল না। তিনি পুলিশের সঙ্গেও গোলাগুলিতে জড়িয়ে পড়েন। নিজের বন্দুকের গুলিতে আহত হন ব্রায়ান। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলাকারী ব্রায়ান ইরাক এবং আফগান যুদ্ধে সম্পৃক্ত ছিলেন। সেখানে দেহরক্ষী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। তার বান্ধবী তদন্ত দলকে জানিয়েছেন, ব্রায়ান রিলে মানসিক সমস্যায় ভুগছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।