শনিবার সন্ধ্যায় সান্তা মনিকার ১০ নং ফ্রি-ওয়েতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে ও ১ জন নিহত হয়েছে।
দুর্ঘটনাটি বিকেল ৫টা ৪৬ মিনিটের দিকে লিংকন বুলেভার্ডের ওভারপাসের উপর ঘটে।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চালানোর জন্য ২৭ জন দমকলকর্মী, একদল প্যারামেডিকস, সান্তা মনিকা পুলিশ বিভাগের সদস্য ও ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের সদস্যরা উপস্থিত হয়েছিলো।
উদ্ধারকর্মীরা উদ্ধারকার্যের জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সেখানে নয়টি গাড়ি খুঁজে পায় যার মধ্যে একটি গাড়ি পুরোপুরিভাবে উলটে পড়েছিলো।
উদ্ধারকর্মীরা সেখানে ৪ জন ব্যক্তিকে আহত অবস্থায় খুঁজে পায়। তাঁর মধ্যে একজন ব্যক্তি দুর্ঘটনাস্থলেই মারা যায়।
বাকি ৩ জন আহত ব্যক্তিদের মধ্যে ১ জন গুরুতরভাবে আহত হওয়ায় তাকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ২ জনের আঘাত তেমন গুরুতর নয়।
ঘটনাস্থলে একটি সিগ এলার্ট জারি করা হয়েছে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে।সিএইচপি জানায়, শনিবার রাতে ফ্রি-ওয়েটির সকল লেন খুলে দেওয়া হয়েছিলো।
সংঘর্ষটি নিয়ে সিএইচপি তদন্ত চালাচ্ছে। এ ব্যাপারে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।