শনিবার বালবোয়া লেকে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ দুর্ঘটনায় সাতজন আহত হয়েছে।
দুর্ঘটনাটি সকাল ৯টা ৪৮ মিনিটের দিকে ওয়েস্ট রোজকো বুলেভার্ডের কাছে ঘটে।
দুর্ঘটনায় ৭ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ২ জন ব্যক্তি মারাত্মকভাবে আহত হওয়ায় তাদেরকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাত পর্যন্ত তাদের অবস্থা আশংকাজনক ছিলো।
বাকি ৫ জন তুলনামূলকভাবে কম আহত হয়েছে। তাদেরকেও চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এখনো জানা যায়নি যে সংঘর্ষটি আসলে কয়টি গাড়ির মধ্যে ঘটেছে।
এ ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।