Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লস এঞ্জেলেসের পার্কে দাবানল, হয়নি ক্ষয়ক্ষতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৪, ১৬ আগস্ট ২০২১

লস এঞ্জেলেসের পার্কে দাবানল, হয়নি ক্ষয়ক্ষতি

শনিবার বিকেলে মোন্টেসিটো হাইটসের আরনেস্ট ডেবস পার্কে একটি ছোট দাবানলের সূত্রপাত ঘটে। লস এঞ্জেলেস দাবানল কর্মীরা দাবানলটি নিভাতে সক্ষম হয়।

দাবানলটি প্রথমে ৩ একরজুড়ে শুরু হয়। পরবর্তীতে এটি ৭ একরজুড়ে ছড়িয়ে পড়ে। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দাবানলটি সম্পর্কে খবর আসে। দাবানলটি বড় হতে হতে হাইল্যান্ড পার্কের নিকটে অবস্থিত ১১০ নং ফ্রিওয়ের নিকট এসে পড়ে। দমকলবাহিনী পানিবাহী হেলিকপ্টার ব্যবহার করে আগুনটি অগ্রগতি থামিয়ে দেয়।

বিকেল ৪টা ৪৪ মিনিটের দিকে দমকলবাহিনী আগুন নিভাতে সক্ষম হয়। শক্তিশালী বাতাস না থাকায় অতি সহজে আগুনটি নিভানো সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত কোন প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ