লস এঞ্জেলেসের রোজমেডে ডাকাতির চেষ্টা চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়েছে এক নারী।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের টেম্পল স্টেশনে এই ঘটনা ঘটেছে।
কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভ্যালি বেলোভার্ডের ৯৪০০ ব্লকের একটি লিকার স্টোরে ডাকাতির চেষ্টা চালায় ওই নারী। এরপরেই ওই নারীর উপর গুলি ছোঁড়া হয়।
ওই নারী গুলিতে আহত হলেও তার অবস্থা গুরুতর নয়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় লস এঞ্জেলেস কাউন্টি প্লাস ইউএসসি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়।
পুলিশ জানায়, এখনো ওই নারীর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। আহত নারী সংজ্ঞাহীন অবস্থায় আছে। এই ঘটনার তদন্ত করতে বেশকিছু সময় যান চলাচল ব্যহত হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।