Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়া-ম্যাক্সিকো সীমান্তে মাদক পাচারের সুরঙ্গের সন্ধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৯, ১০ আগস্ট ২০২১

ক্যালিফোর্নিয়া-ম্যাক্সিকো সীমান্তে মাদক পাচারের সুরঙ্গের সন্ধান

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা জানান, ক্যালিফোর্নিয়া ও ম্যাক্সিকো বর্ডারে একটি সুরঙ্গের সন্ধান পেয়েছে তাদের এজেন্ট। সম্ভবত এই সুরঙ্গ দিয়ে বৃহৎ মাদক চোরাচালান করা হতো বলে জানান কর্মকর্তারা।

আইসিই জানান, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এজেন্টরা ম্যাক্সিকোর কর্তৃপক্ষের সাথে একত্রে কাজ করে ১৮৩ ফুট লম্বা একটি সুরঙ্গ আবিষ্কার করেছে। আগস্টের ২ তারিখ ম্যাক্সিকালি বর্ডারের নিকট সুরঙ্গটি আবিষ্কার হয়।

আইসিই সংবাদ সম্মেলনে সুরঙ্গের ছবি প্রকাশ করে বলেন, 'সুরঙ্গের প্রবেশমুখ ১২ ফুট বাই ১০ ফুট হবে। এটি আন্তর্জাতিক সীমানার ৩ ফুট উত্তরে অগ্রসর হয়। তবে যুক্তরাষ্ট্রের দিকে সুরঙ্গে থেকে বাহির হওয়ার কোনো পথ পাওয়া যায়নি'।

সংস্থাটি জানায়, সুরঙ্গটিতে বিদ্যুৎ সংযোগ আছে৷ এছাড়া বাতাস পরিবহণ ব্যবস্থা ও রেল সংযোগও রয়েছে।

এই বিষয়ে তদন্ত এখনো চলছে। এল সেন্ট্রো সেক্টর বর্ডার পেট্রোল এবং ম্যাক্সিকো সরকারের সহায়তায় এইচএসআই তদন্ত করছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ