
৯/১১ হামলা বিষয়ক নথি প্রকাশ না করলে এই হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে না আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব নথি উন্মুক্ত করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠিতে প্রায় এক হাজার ৮০০ মানুষ সই করেছেন। তাঁদের ধারণা, ভয়াবহ ওই হামলা পরিকল্পনায় সৌদি আরবের কর্মকর্তারা জড়িত ছিলেন।
স্বাক্ষরদাতা বলছেন, প্রেসিডেন্ট যদি নথি প্রকাশ করতে রাজি না হন। তাহলে আগামী মাসে মর্মান্তিক এই ঘটনার ২০ বছর পূর্তির অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়া উচিত হবে না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ওই সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালিয়েছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।