এন্ড্রু কুমো
নানা বিতর্কে বর্তমানে বেশ বেকায়দায় আছেন নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কুমো। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো- নিজের দফতরের অধীনস্ত বর্তমান ও সাবেক অনেক মহিলা সহকর্মীকে যৌন হয়রানি। এর ফলে তাকে যদি ক্ষমতা ছাড়তে হয়, তাহলে নিউইয়র্কে তার থাকার কোনো জায়গা নেই!
নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, কুমোর বিরুদ্ধে অভিশংসন বা ইমপিচমেন্ট হতে পারে। যদি তা হয় তাহলে গভর্ণর কুমোকে ক্ষমতা ও সরকারী বিলাসবহুল বাসভবন (রাজধানী আলবেনীতে) ছাড়তে হবে এবং সেক্ষেত্রে তিনি কোথায় গিয়ে বসবাস করবেন তা নিশ্চিত নয়, কেননা সরকারী রেকর্ড অনুযায়ী নিজের নামে নিউইয়র্কে তাঁর কোনো বাড়ি বা বাসা নেই। ভাবা যায়!
খবরে বলা হচ্ছে, যদি তিনি ‘ইমপিচড’ হন, তাহলে আপাতত তার কাছে থাকার জন্য দু’টো বিকল্প আছে— তার ৮৯ বছর বয়সী মায়ের এপার্টমেন্ট (সুটন প্লেস সাউথে) কিংবা ছোট ভাই, সিএনএন টেলিভিশনের জনপ্রিয় অ্যাংকর ক্রিস ক্যুমো’র হ্যাম্পটনের বিলাসবহুল বাড়ি।
এদিকে, গভর্ণর ক্যুমো এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার এবং পদত্যাগ করতে করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।